হবিগঞ্জে নৌকা ডুবে ৪ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ এএম, ১৪ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হবিগঞ্জের বাহুবলে ঝড়ের সময় নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার সাতকাপনে এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চারটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মৃত নারীরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের শাফায়ত আলীর স্ত্রী চান বানু (৬০), একই গ্রামের আবদুল হামিদের স্ত্রী জরিনা খাতুন (৪৫), রওশন আলীর স্ত্রী উড় বানু (৬৫) ও তমির আলীর স্ত্রী আরাতুন নেছা (৪৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের একই পরিবারের নারী, পুরুষ, শিশুসহ আটজন টঙ্গীরঘাট গ্রাম থেকে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বাহুবলের সাতকাপন ইউনিয়নের রওয়াইল এলাকায় পৌঁছানোর পর ঝোড়ো বাতাস শুরু হয়। এতে নৌকাটি ডুবে যায়।
এ সময় চার নারী পানিতে ডুবে যান। তবে নৌকায় থাকা পুরুষ ও শিশুরা সাঁতার কেটে তীরে ওঠে। পরে আজ সকালে বাহুবল মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ চার নারীর লাশ উদ্ধার করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়েছে।