চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৬ এএম, ১৩ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১০:২৫ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার (১৩ জুলাই) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের ফৌজদারহাট জলিল স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে আসা ১০টি মোটরসাইকেলের একটি গ্রুপ বিলাইছড়ি যাচ্ছিল। ভোর ৬টার দিকে ফৌজদারহাট এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। মোটরসাইকেলটি রাস্তা পার হতে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক ও সঙ্গে থাকা তার স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারী আরোহীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ঘটনায় আহত-নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।