ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪৪ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর সরপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ছোট ভাই আজগর আলী (৫০) ও তার পরিবারের লোকজন পলাতক। নিহতের বড় ভাই হলেন গাজীপুর সিটি করপোরেশনের সরপাইতলী গ্রামের দিদার আলীর ছেলে আলী হোসেন (৫৫)।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, আজগর আলী নিজের ভাই-বোনদের না জানিয়ে পৈতৃক সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে দেয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে সকালে বড় ভাই আলী হোসেনের সঙ্গে তার বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আজগর তার বড় ভাইয়ের বুকে ছুরি মারেন। আশপাশের লোকজন এগিয়ে এসে হোসেনকে উদ্ধার করে আশুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।