ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১.৩০ মিনিটের সময় ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর বাজারে রয়েল পরিবহন ও মামুন পরিবহণের দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত হয়।
আহতরা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন সোহেল (৩৮), শ্রীপুর, গাজীপুর, সালাউদ্দিন (৪২), কুষ্টিয়া, বাবুল মোল্যা (৪৩), হোসেন আলী(৭০), আয়ুব আলী(৬০), পরশমনি(৭০), আক্কাস আলী, মঙ্গল কাজী, সিয়াম(২১), রিপন, ফজলু, আইজল, হাচিনা, জিসান।
এ ঘটনায় দুই গাড়ির দুজন চালকই পলাতক রয়েছে। বাস দুটি করিমপুর হাইওয়ে পুলিশ আটক করেছে।