সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ এএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:৪৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। পথে হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।