ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১১ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১১:৩৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
গতকাল শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের বাড়ি শরীয়তপুরে। তাঁদের মধ্যে একজনের নাম হাফিজ। বাকি দুজনের নাম জানা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব।
নাজমুস সাকিব বলেন, ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর উড়ালসড়কের নিচে ঢাকাগামী তিনটি গরু বোঝাই মিনিট্রাককে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত আরেকজনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানালেন এসআই নাজমুস সাকিব।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ বলছে, শরীয়তপুর থেকে মিনিট্রাকে করে গরু নিয়ে ঢাকায় আসছিলেন নিহত ব্যক্তিরা।