শিল্পপতি আবুল কালামের আয়োজনে লাকসামে বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৯ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৪ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুমিল্লা জেলাধীন মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর গ্রামে দীর্ঘকাল থেকে আয়োজিত ৮টি ঈদ জামায়াতকে একত্রিত করে বিশাল ঈদ জামায়াতের আয়োজন করলেন বিশিষ্ট শিল্পপতি আবুৃল কালাম। নিজ প্রতিষ্ঠিত "আবুল কালাম ফাউন্ডেশন"র উদ্যোগে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনষ্টিটিউটের বিশাল চত্বরে প্রায় ৩০ হাজার ধর্মপ্রান মুসলমানের উপস্থিতিতে বিশাল এই ঈদ জামায়াত আয়োজন করে নতুন রেকর্ড গড়লেন বিশাল এ অঞ্চলের কৃতিসন্তান ও গণমানুষের নেতা শিল্পপতি এবং দানবীর মো. আবুল কালাম।
বৃহত্তর লাকসামের ইতিহাসে স্বরণকালের বৃহত্তম এই ঈদ জামায়াতে পাশাপুরের আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মুসল্লীরাও শরীক হন।
আলোচিত বিশাল এই ঈদ জামায়াতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আবুল কালাম স্কুল, কলেজ, পলিটেকনিক ইনষ্টিটিউট ও আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব, দক্ষিন কুমিল্লা তথা বৃহত্তর লাকসামের কৃতিসন্তান, গরীব দুখী মেহনতি জনতার শেষ ঠিকানা মো. আবুল কালাম।
ইউনিক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম স্কুল, কলেজ, পলিটেকনিক ইনষ্টিটিউট ও আবুল কালাম ফাউন্ডেশনের সদস্য সৈয়দ বদিউল আলম মুরাদের সভাপতিত্বে আলোচিত এই ঈদ জামায়াতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে ঈদের এই বিশাল জামায়াতে ইমামতি করেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফী (রহ:) এর সুযোগ্য খলিফা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজিন, মাহমুদপুর মারকাজে তালিমুল সুন্নাহ ভুঁইগড় ফতুল্লা নারায়নগঞ্জের প্রতিষ্ঠাতা ও নিতাইপুর রহমতপুর ভুঁইগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন পাশাপুরের কৃতিসন্তান, বহু ইসলামীগ্রন্থের প্রনেতা "নুর মসজিদ" নারিন্দা ঢাকার খতিব, মুহাদ্দিস মারকাজুল হিদায়া রায়েরববাগ ঢাকা ও সিনিয়র শিক্ষক মারকাজুল আবরার লিদ্দিরামাতিল ইসলামিয়া ঢাকা মুফতী জালাল উদ্দিন মিয়াজী (দা: বা) এবং
দিলুরোড মাদ্রাসা মগবাজার ঢাকার মুহাদ্দিস ও পাশাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মামুনুর রশিদ কাশেমী।