বগুড়ার শেরপুরে নিখোঁজ ২ কলেজ ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ পিএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৫:২৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ার শেরপুরে নিখোঁজ দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধার। তাদের মধ্যে সাম্মামের (১৮) লাশ শনিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ধড়মোকাম নামপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধার হওয়া সাম্মাম (১৮) এর নিখোঁজ বন্ধু শিশিরের লাশও একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর এলাকার করতোয়া নদী থেকে উদ্ধার হয়।
নিহত কলেজ ছাত্র সাম্মাম শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে। সে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো। নিহত শিশির শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার মো. লুৎফর রহমানের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ৮ (জুলাই) শুক্রবার সকাল থেকেই সাম্মাম ও তার আরেক বন্ধু শিশির (১৮) নিখোঁজ ছিলো।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা তাদের লাশ সনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হচ্ছে।