শিডিউল বিপর্যয় : ১২ ঘণ্টা পর ছাড়ল পঞ্চগড় এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ এএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঈদের আগের দিন ঘরে ফেরা মানুষকে সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় নামা বিপদগ্রস্ত যাত্রীদের মধ্যে পদ্মা সেতু দিয়ে যারা দক্ষিণবঙ্গে যাচ্ছেন, তারা কিছুটা স্বস্তি পেলেও উত্তরের মানুষদের যেনো দুর্ভোগের শেষ নেই। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের সড়কে যানজটের পাশাপাশি ট্রেনেও ভোগান্তি রয়েছে। নির্দিষ্ট সময়ের ১২ ঘণ্টা পরে আজ শনিবার পঞ্চগড়ের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি।
জানা গেছে, চারবার সময় পরিবর্তনের পর স্টেশন ছেড়েছে পঞ্চগড় এক্সপ্রেস। গতকাল শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে ছাড়ার শিডিউল থাকলেও ট্রেনটি ঠিক সময়ে স্টেশনে আসেনি। এরপর ছাড়ার সময় দেওয়া হয় রাত ৩টায়, তাও আসেনি। এরপর ভোর ৫টায় ও সকাল ৯টায় সময় দেওয়া হয়। সবশেষ সকাল ১০টা ১৫ মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যে সকাল ১০টায় ট্রেন আসার পর ছেড়ে যায় ১০টা ৫০ মিনিটে।
পঞ্চগড়ের মতো নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসসহ উত্তরবঙ্গগামী অন্য ট্রেনগুলোও যেন সাধারণ মানুষকে ভোগান্তি দিতে প্রতিযোগিতায় নেমেছে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৮টা ১৫ মিনিটে। এরপর সকাল সাড়ে ১০টা, বেলা ১১টা ২০ মিনিট এবং সর্বশেষ ১১টা ৩৫ মিনিটে ছাড়ার সময় দেওয়া হয়।
ধুমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ভোর ৬টায়, সেটি স্টেশন ছেড়ে গেছে সকাল ৮টায়। দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত ৮টায় ছাড়ার কথা। সেটি স্টেশনে এসেছে আজ ভোর ৬টায়। স্টেশন ছেড়ে গেছে সকাল ৭টায়। এ ছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেসের গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের গাড়ি স্টেশন ছেড়েছে রাত ১টার পরে।
কমলাপুর রেলস্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাত থেকেই নিজ গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন অনেক যাত্রী। অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বাসায় ফিরে গেছেন। ট্রেনের শিডিউল বিপর্যয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরবঙ্গের যাত্রীদের অভিযোগ, একে তো ভোগান্তির শেষ নেই, তার উপরে বাড়ি ফিরতে কখন রওনা হতে পারবেন তার সুনির্দিষ্ট কোনো সময়ও জানাতে পারছে না কর্তৃপক্ষ। এ ধরনের দ্বিগুণ বিড়ম্বনায় পড়ে অনেকের প্রশ্ন, ঈদ বাড়িতে গিয়ে করতে পারব তো?