সিলেটে বাস উল্টে ৩০ যাত্রী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৩৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে সিলেটে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জকিগঞ্জ অভিমুখে ছেড়ে যাওয়া বাসটি ঘটনাস্থলে পৌঁছামাত্র উল্টে অর্ধেক পানিতে নিমজ্জিত হয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ বলেন, বাসটি থেকে অন্তত ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কেউ মারা যাননি। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।