ডিএনএ টেস্টে বিএম ডিপোর ৮ মরদেহের পরিচয় শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৫১ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় মেলেনি ২২ জনের। নিহতদের শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের মধ্যে নতুন করে ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
তারা হলেন- আখতার হোসেন, আবুল হাশেম, মনির হোসেন, বাবুল মিয়া, সাকিব, মো. রাসেল, মো. শাহজাহান ও আব্দুস সোবহান প্রকাশ আব্দুর রহমান।
পুলিশ জানিয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে নতুন ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের পরিবার কাছে খবর দেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত ৫১ জনের মধ্যে আগে ২৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছিল। এই ৮ জনসহ ৩৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। আরও ১৪ জনের মরদেহ রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারি পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আটজনের পরিচয় শনাক্ত হওয়ার মধ্যে দুইজনের স্বজন হাসপাতালে এসেছেন। সকলের উপস্থিতিতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের বুথে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের টিম মরদেহের পরিচয় শনাক্ত করতে গত ৯ জুন পর্যন্ত ১৯টি মরদেহ ও ২৩ জনের বিপরীতে ৪৩ জনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৯ জুন সকাল সোয়া ১১টার দিকে উদ্ধারকাজের সমাপ্ত ঘোষণা করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন দেড় শতাধিক।