লালপুরে পিতার হাসুয়ার কোপে পুত্র খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিতার হাসুয়ার কোপে হাকিম (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বড় ময়না গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আজিজুর রহমান খলিফার পুত্র।
স্থানিয় সূত্রে জানা যায়, অন্য ব্যক্তিকে জমি লিজ দেওয়া কে কেন্দ্র করে হাকিম ও তার পিতার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পিতা আজিজুর রহমান খলিফা হাসুয়া দিয়ে হাকিমের ঘাড়ে কোপ দিয়ে জখম করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা মমুর্ষ অবস্থায় হাকিমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক পিতাকে আটক করা সম্ভব হয়নি, তিনি আরো জানান, এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।