দিনাজপুরে ট্রাক কেড়ে নিল মা-মেয়ের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৬ এএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১১:৫৯ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ জুলাই) ভোরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার বিরল উপজেলার তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদরাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনের স্ত্রী ফাহিমা বেগম (৩০) ও তার মেয়ে বিউটি (১৩)।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে পরিবারের সাথে ঈদ করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে সকালে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে রওয়ানা দেন মোহাম্মদ হোসাইন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্ত্রী ও মেয়ে নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর সদর কোতুয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তানভিরুল ইসলাম।