রংপুরে ড্রাম-ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২২ পিএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৩৫ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
রংপুর নগরীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা সোয়া ১টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটোরিকশাতে করে রংপুরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পার ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল সালাম বলেন, ‘ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়া পথে একজন মারা গেছেন। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালককেসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।