ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ পিএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১১:৫৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিকমৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের রাজশাহীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের নাম রাজেন্দ্র রবিদাস(৪০)। সে উপজেলার গোয়ারী নাথপাড়া এলাকারহাটিমুল রবীদাসের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় উপজেলার ওই শ্রমিক ৪০০ টাকা চুক্তিতে দক্ষিন ধীতপুর রাজশাহীপাড়া এলাকায় সুরুজ বাঙ্গালীর কড়ই গাছের ডাল কাটতে যায়। এ সময় গাছের ডালের উপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধানতা বসত সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় এবংগাছেই ঝুলে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছে ঝুলন্ত থাকাবস্থায়নিহতের লাশটি উদ্ধার কওে ভালুকা মডেল থানা পলিশের কাছে হস্তান্তর করে। ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোঃ কামরুজ্জামান জানান, ‘নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান আবেদনের প্রেক্ষিতে মরদেহটি নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।