ধামইরহাটে বাসার গাইড ওয়াল ভাংলেন পৌরসভার কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৫৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করে বল প্রয়োগে গাইড ওয়াল ভেঙ্গে ফেলাই থানায় লিখিত অভিযোগ করেছে ওই শিক্ষক।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১২ টার সময় ধামইরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিজানুর রহমানের পাঁকা বাসার গাইডওয়াল ভেঙে ফেলেন ধামইরহাট পৌরসভার কতিপয় কর্মকর্তা-কর্মচারী।
ওই শিক্ষক উপস্থিত থাকায় বহু চেষ্টা করেও গাইড ওয়াল ভাঙ্গা থেকে বিরত করতে পারেন নাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের।
শিক্ষক মিজানুর রহমান জানান। কোন প্রকার সমঝোতা বা লিখিতভাবে না জানিয়ে একতরফা প্রতিবেশী জনৈক তমিজ উদ্দিনের ইন্দনে এহেন কাজটি করেছেন পৌরসভার স্টাফরা।
ফলে ওই অসহায় শিক্ষক মিজানুর রহমান বাধ্য হয়ে আজ শুক্রবার ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, সেখানে প্রতিবেশী তমিজউদ্দিন সহ ছয়জন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ রয়েছে।
বাদী মিজানুর রহমান তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এবিষয়ে ওসি মোজাম্মেল হক কাজী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, ইদানিং পৌরসভার বিভিন্ন এলাকায় একাধিক ভুক্তভোগী বর্তমান পৌরসভার জমি সংক্রান্ত বিষয় গুলো নিয়ে একতরফা স্বীদ্ধান্তে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসীরা।