শ্রীপুরে হঠাৎ অসুস্থ পোষাক কারখানার ১৫ জন শ্রমিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০১:২২ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ১০/১৫জন শ্রমিক অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর ও ময়মনসিংহ পাঠানো হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে অবস্থিত আরবালা ফ্যাশন লিমিটেডে নামের একটি কারখানার ভেতর এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক কর্মকর্তা জানান, বুধবার বেলা ১২টার কিছুসময় পর কারখানার শ্রমিকদের দুপুরের খাবার বিরতি দেয়া হয়। শ্রমিকরা হাতমুখ পরিস্কার করে দুপুরের খাবারের জন্য বসার আগে এক শ্রমিক হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়ার মধ্যে আরো কিছু শ্রমিক অসুস্থ হয়। পরে অসুস্থ হয়ে পড়া কিছু শ্রমিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়া হয়।
আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাওসার আহমেদ জানান, অসুস্থ অবস্থায় ৪/৫জন শ্রমিককে তাদের হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসা দেয়ার পর তারা এখন অনেকটাই সুস্থ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষন দাস জানান, অসুস্থ হওয়া শ্রমিকরা বমি, অস্থিরতা ও শ্বাসকষ্টের কথা জানাচ্ছেন। একজন শ্রমিক বুকে ব্যাথার কথাও জানিয়েছেন। আমরা পরীক্ষা-নিরিক্ষা করে দেখেছি এদের শ্বাসকষ্ট হওয়ার কোন কারণ নেই। ধারনা করা হচ্ছে অসুস্থ হওয়া শ্রমিকরা হিস্টোরিয়া রোগে আক্রান্ত। এদের মধ্যে ৪জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।