না’গঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৪৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম নুর হোসেন।
আজ মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯ টার দিকে ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পেছনে এ ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের একাদশ শ্রেীণর ছাত্র। তার বাড়ি ফতুল্লার দাপা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার দাড়িয়ে ছিলো নিহত নুর হোসেন। ট্রেনটি ইসদাইর এলাকার ফরিদা বিল্ডিং এর পিছন দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি গাছের ঢালের সাথে নুর হোসেন বাড়ি খেয়ে নীচে পড়ে যায়। এ সময় তার দেহ ট্রেনের চাকায় খন্ড বিখন্ডিত হয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।