গাজীপুরে আগুনে পুড়েছে বাড়িসহ ঝুটের ৬ গুদাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫২ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গাজীপুরে ঝুটের গুদামে আগুন লেগে ছয়টি গুদাম ও একটি বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ শনিবার (২৫ জুন) মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজ ইসলাম জানান, শনিবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা মোড় এলাকায় বিল্লালের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরো পাঁচটি গুদামে ও আলমাছ শিকদারের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিবিএল ও জয়দেবপুর স্টেশনের তিনটি ইউনিট পর্যায়ক্রমে আগুন নেভানোর কাজ শুরু করে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল পৌনে ৪টা পর্যন্ত প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যার পর পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে তাৎক্ষনিকভাবে ধারণা করা হচ্ছে।