দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, ২ যুবলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৮ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ফেনীর দাগনভূঞায় মিফতাহুল জান্নাত অপ্রা (৫) নামে প্রাক প্রাথমিক শ্রেণীর এক শিশুকে পাষবিক নির্যাতণের পর ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে এ পাশবিক ঘটনাটি ঘটে।
নিহত ওই শিশু স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
এঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শিশুটির ফুপু তোহরা আক্তার বিউটি জানান, আমাদের বাড়ীর পাশেই বিদ্যালয়। সকালে বিদ্যালয়ে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন কবরস্থানের ঝোপের ভেতর কে বা কাহারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে।
দাগনভূঞা থানাার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না পর্যন্ত এব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে শিশুটি পাষবিক নির্যাতণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, এঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লিয়াকত আলী ও স্বপন নামে দুই যুবককে আটক করা হয়েছে।