খুলনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৫ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
খুলনার ডুমুরিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক বাবুর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা ছেড়ে সাতক্ষীরাগামী ও সাতক্ষীরা থেকে খুলনাগামী দুইটি ট্রাক ডুমুরিয়ার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ট্রাকে থাকা হেলপার ও সহযোগীরা গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করে।
ডুমুরিয়া থানার ওসি মোঃ কনি মিয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।