নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ২৪ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:১৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮ টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার বাবলাতলি মোড় নামক স্থানে একটি মাটি বহনকারী বেপরোয়া ট্রাক্টর হঠাৎ করে শাখা রাস্তা থেকে সড়কে ওঠার কারনে মাটিবাহী ঐ ট্রাক্টরকে রক্ষা করতে গিয়ে রাজশাহী থেকে আসা "মুরগীর খাদ্যবাহী" একটি ট্রাক বিপরিত দিক থেকে আসা একটি যাত্রী বহন করা সিনজি কে স্ব-জোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় এবং ছিটকে রাস্তার পাশে জলাশয়ে পড়ে ফলে ঘটনাস্থলে এ হতাহতের ঘটনা ঘটে।
নওগাঁ থেকে ফায়ার সার্ভিসের ৩ টি টিম দূর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এরমধ্যে একই পরিবারের ৪ জন ও অপর এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃতের সংখ্যা বাড়তে পারে।
তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিয়ামতপুর উপজেলার ৩ জন স্কুল শিক্ষক দুর্ঘটায় মারা গেছেন বলে সুত্র জানায়।