ফেনীতে নিজ দলীয় নেতাকে পিটিয়ে ফের কারাগারে যুবলীগ নেতা ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ২২ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৫৬ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ফেনীর সোনাগাজীর কুঠিরহাট বাজারে চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন (৩০) কে পিটিয়ে আহত করেছে আরেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য ওমর ফারুক ভূঞাঁ, এ ঘটনায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছেন।
ইতিপূর্বেও নিজ দলীয় নেতা কর্মীদের মারধর করে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুবলীগ সভাপতি আনোয়ার খায়েরের আপন সহোদরকে গুলি করে হত্যা চেষ্টা মামলায়ও জেল খেটেছেন, সে মামলা এখনো বিচারাধীন এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিম উল্যা হত্যা চেষ্টা মামলায় জেল খেটেছেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার শামছুলকেও মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় কুঠিরহাট ভাইভাই মার্কেটের সামনে এই ঘটনা ঘটে, ঘটনার পর উপস্থিত লোকজন আহত যুবলীগ নেতা কে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পরে আহত মনির আহম্মদ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ইউপি সদস্য ওমর ফারুক ভূঁঞা কে মঙ্গলবার বিকালে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের জানান, ইউপি সদস্য ওমর ফারুক ভূঁঞা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী এবং আহত মনির হোসেন একই কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দলীয় পদ ব্যাবহার করে এধরণের আচরণ যুবলীগের সুনাম ক্ষুন্ন করছে, আমরা এই ঘটনায় বিব্রত।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক নন্দন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামী কে আদালতে প্রেরণ করা হয়েছে, অপরাপর আসামীদের ও গ্রেফতারে অভিযান চলছে।