যশোরের শার্শায় ইউপি সদস্য খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ পিএম, ২২ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
যশোরের বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলুকে বোমা মেরে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (২১ জুন) রাত ১০টায় উপজেলার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। তিনি মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান পুটখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, মঙ্গলবার রাতে ইউপি মেম্বর বাবলু বালুন্ডা বাজারে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাবলু নিজেও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।