সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ পিএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:১৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের হার্ড পয়েন্টে যমুনানদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ মঙ্গলবার সকাল ৬ টার সময় বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে সিরাজগঞ্জের উত্তরের উজানে গত ২৪ ঘন্টায় যমুনার পানি বৃদ্ধি পেয়েছে ১৭ সেন্টিমিটার এবং সকাল ৬টায় সময় বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
সিরাজগঞ্জের প্রধান দুইটি পয়েন্টে যমুনানদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং করতোয়া,ফুলজোড়,বড়াল,হুড়াসাগর সহ অভ্যন্তরীণ নদ-নদী ও চলনবিলের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্হিতির অবনতি হয়েছে,বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ।
অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নদীতীরবর্তী নিমাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে। নিমাঞ্চলের বসতবাড়িতে পানি ওঠায় অনেকই গৃহপালিত পশু ও জিনিসপাতি নিয়ে বাঁধ ও উচুঁ জায়গায় ঠাই নিয়ে ভোগান্তি পোহাচ্ছে। শুকনো খাবার ও জ্বালানির সংকট সহ পয়ঃনিষ্কাশনের সমস্যায় মানবতার জীবনযাপন করছে বন্যার্তরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ২২ জুন পর্যন্ত যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর পানি কমবে। এখনো বন্যার আশংকাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। চৌহালী ও শাহজাদপুরের ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।