রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলি সহ আ’লীগের কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনি (২৫) নামে স্থানীয় আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৮ জুন) সকালে চনপাড়াস্থ রনির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেপ্তারকৃত রনি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯/৬ ব্লকের দুদু মিয়ার ছেলে। সে আওয়ামী লীগের কর্মী বলে এলাকাবাসি জানায়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, শনিবার সকালে সংবাদের ভিত্তিতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রনির দেহ তল্লাশি করে আমেরিকার তৈরী একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।