জীবননগরে মেয়ের বিয়ের দিনে বাবাকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন বাবাকে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবলুর রহমান (৪৫) উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের রমজান আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীমান্ত ইউপি চেয়ারম্যান মিল্টন মোল্লা জানান, আজ বাবলুর মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। সকালে প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় একই গ্রামের জমির হোসেন (৫৫) পেছন থেকে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এ ঘটনায় জমির হোসেনেক গ্রেফতার করা হয়েছে।