কমলগঞ্জে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ১০:৩৫ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অমিত সিনহা ও সঞ্জয় সিনহা নামের দুই যুবক মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটূক্তিকারী ভারতের নুপুর শর্মার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিলে মুহূর্তে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গতকাল রোববার (১২ জুন) রাত প্রায় সাড়ে ১০ ঘটিকার দিকে স্হানীয় মুসলিম সম্প্রদায় বিক্ষোভ করতে থাকে, এক পর্যায় অভিযুক্ত অমিত সিনহা ও সঞ্জয় সিনহার বাড়ি ঘেরাও করতে গেলে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন সহ কমলগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করতে সাম্প্রতিক উস্কানিদাতা অমিত সিনহা কে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এসময় অপর উস্কানিদাতা অঞ্জয় সিনহা বাড়ি থেকে পালিয়ে যায়।
এবিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুকে সাম্প্রতিক উস্কানিমূলক স্ট্যাটাসের অভিযোগে মাধবপুর ইউনিয়ন থেকে অমিত সিনহা নামের এক যুবককে গতকাল রাত প্রায় ১০ টা ৩০ মিনিটে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
সাম্প্রতিক উস্কানি প্রতিরোধে এই ঘটনায় আরো যারা সম্পৃক্ত আছেন তাদের, প্রত্যেককে তদন্ত সাপেক্ষ আটক করা হবে,এবং তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।