ইসলামপুরে চিল্লায় থাকা অবস্থায় জমি বেদখল ও প্রাননাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৫ পিএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জামালপুরের ইসলামপুরে পচাবহলা মধ্যপাড়া গ্রামে আবু তালেব শেখ চিল্লায় থাকা অবস্থায় প্রতিপক্ষরা মামলা দিয়ে হয়রানীসহ বাড়ি নির্মাণ কাজে বাঁধা, বসতভিটাসহ ক্রয়কৃত সম্পতি জোরপূর্বক বেদখলের পায়তারা ও প্রাণ নামের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
আজ রবিবার (১২ জুন) নিজ এলাকা ইসলামপুর সদর ইউনিয়নে পচাবহলা তিন রাস্তা মোড়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী পরিবারের পক্ষে মমিনুল ইসলাম মুকুল সাংবাদিকদের জানান, "আমার বাবা আবু তালেব শেখ চিল্লায় (জামায়াত) থাকা অবস্থায় আমাদের পরিবারে বিরুদ্ধে প্রতিপক্ষ জিয়াউল হক গন্ড, বিল্লাল শেখ, দুলাল মন্ডল, রাজা মিয়া, রাজ্জাক মন্ডল, রিনা বেগম গংরা পূর্বশত্রুরা জের ধরে মামলা দিয়ে হয়রানীসহ বাড়ি নির্মাণ কাজে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দিয়ে বসত ভিটাসহ ক্রয়কৃত সম্পতি জোরপূর্বক বেদখলের পায়তারা ও প্রাণ নামের হুমকি দিচ্ছে।
চরম নিরাপত্তাহীনতায় কথা উল্লেখ করে তিনি বলেন, ভাঙ্গা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে কোনমতে জীবনধারণ করছি। বারবার আক্রমন করাসহ নিরাপত্তাহীনতায় আমার পরিবার। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।