দৌলতপুরে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০১:১২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুর সোনা বানু নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা নিহত ওই নারীরে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (১০ জুন) বিকালে উপজেলার ডাংমড়কা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি পাট খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোনা বানু (৪৫) উপজেলার ডাংমড়কা গ্রামের ইসলাম হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে একদল কিশোর ডাংমড়কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করছিলো। খেলার একপর্যায়ে মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় ঐ নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।