কুষ্টিয়ায় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু, পিতার অবস্থা আশংকাজনক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩১ পিএম, ১১ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:১৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কুষ্টিয়ায় সড়কে কোন ভাবেই থামছে না মৃত্যুর মিছিল! কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী মা' আমেনার মৃত্যুর ৪ ঘন্টা পর মারা গেলেন মেয়ে স্কুল ছাত্রী জয়া খাতুন (১১)। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জয়ার বাবা আশরাফুল ইসলাম জনি (৩৬)।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সামনে । নিহত আমেনা খাতুন কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লক এলাকার জনি'র স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রিনা খাতুন তার স্বামী জনির মোটরসাইকেল যোগে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে দুই সন্তানসহ কুষ্টিয়ার হাউজিংয়ের বাড়িতে আসার পথে কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় রাস্তায় ওপরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আমেনা খাতুনের মৃত্যু হয়। এসময় স্বামী জনি ও দুই সন্তান গুরুতর আহত হন। পরে কুমারখালী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। চিকিৎসার ৪ ঘন্টা পর মেয়ে জয়া চলে গেলেন না ফেরার দেশে।
এ ব্যাপারে কুমারখালী থানা ওসি তদন্ত মো. আকিবুল ইসলাম আকিব জানান, রাত সাড়ে ৮টার দিকে কুমারখালীর চড়াইকোল বোর্ড অফিসের পাশে মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে আমেনা নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে নিহতের খাতুনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকের ঘটনার ৪ ঘটনা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মেয়ে জয়া খাতুন। মা মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।