ডিবিসি নিউজের নির্বাহী প্রযোজক আব্দুল বারীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ডিবিসি নিউজের প্রযোজনা নির্বাহী সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারী হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক হীরক গুন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি হারুন-অর রশিদ খান হাসান, সহসভাপতি এসএম তফিজ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন সহ অন্যান্যরা।
এ সময় শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, পুজা উদযাপন পরিষদ, বেলকুচি, কামারখন্দ ও সলঙ্গায় কর্মরত সাংবাদিকরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ গৌড়।
মানববন্ধনে বক্তারা দুর্বৃত্তের হাতে ডিবিসি নিউজের প্রযোজনা নির্বাহী আব্দুল বারীকে নির্মমভাবে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান।
প্রসঙ্গত, বুধবার (৮ জুন) সকালে রাজধানী ঢাকার গুলশানে লেকের পাশের রাস্তা থেকে আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তার পেট ও গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে। তিনি ডিবিসি নিউজের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন। মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।