নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:২৩ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূ বিমলী রানী, মনি রানী ও বাসন্তী রানী এর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় বিদ্যুৎতের তার ছিঁড়ে রবি সাধুর বাড়ির কলাপসিবল গেটের ওপর পড়ে। বিমলা রানী গেটের সামনে জমে থাকা পানি পরিষ্কার করতে গেটের কাছে গেলে তিনি কলাপসিবল গেটের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন মনি রানী ও বাসন্তী রানী। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয় নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।