লালপুরে পদ্মা নদীতে ডুবে এক নারী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাটোরের লালপুরে পদ্মা নদীর পানিতে জামা-কাপড় ধুতে (ধৌত) গিয়ে আমিনা খাতুন (২৮) নামের এক নারী নিখোঁজ হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার গৌরীপুর এলাকার পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাসেম মোল্লার মেয়ে।
ধারনা করা হচ্ছে জামা কাপড় ধোয়ার সময় প্রবল স্রোতে সে নিখোজ হয়।
খবর পেয়ে রাজশাহী ও লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি, তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।