ঝিনাইদহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১৮ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫ টার দিকে উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, পিকআপ ভ্যান চালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজীর ছেলে মো. বেলাল হোসেন ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জ্বল।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালিভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হামিদুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।