খুলনায় ছাত্রী ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
খুলনায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি পিবিআই পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (৮ জুন) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোসা. দিলরুবা সুলতানা এ নির্দেশ দেন।
এর আগে মাসুদ আদালতে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর করেন বিচারক। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দা দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পিবিআই পরিদর্শক মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় ১৪ দিনের অন্তবর্তীকালীন জামিন নেন। বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে মাসুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৫ মে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে।