মীরসরাইয়ের ‘লাল বটিকা’ খ্যাত ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ৮ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১০:১১ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ‘লাল বটিক’ খ্যাত ইয়াবা ব্যবসায়ী ছাত্রলীগ নেতা ‘তরুণ লাল দে’ কে ১০৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র জানিয়েছে-মীরসরাই উপজেলার বারইয়ারহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন লাল দে প্রকাশ ‘লাল বটিকা (ইয়াবা) তরুন’ দীর্ঘদিন যাবত নিজ দল আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সুবাদে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিকিকিনির সিন্ডিকেট গড়ে তোলে রমরমা বানিজ্য চালিয়ে আসলে ও পুলিশের নাগালের বাইরে-ই থেকে যায়। সূত্র জানায়, উক্ত ছাত্রলীগ নেতা ‘তরুন মীরসরাই-বারইয়ারহাট কেন্দ্রীক একটি মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে এখান থেকে দেশের বিবিন্ন স্থানে অবাধে তা পাচার করে আসছিলো। ’এর-ই ধারাবাহিকতায় গতকাল ও সে তার সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা সহ নানাবিধ: মাদ্রকদ্রব্য পাচার কাজে নিয়োজিত থাকে।
মীরসরাই ও বারইয়ারাহাট পৌর বাজারে অবস্থিত স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ এবং জোরারগঞ্জ হাইওয়ে থানা/পুলিশ ফাঁড়ি ও স্থানীয় ভাবে বারইয়ারহাট বিশ্ব রোড়ে দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে উক্ত মাদকদ্রবের চালান পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার অতি নিকটতম: (মীরসরাই উপজেলার উত্তর শেষ প্রান্ত) ফেনীর ছাগলনাইয়া থানার গোপার তদন্ত কেন্দ্র পুলিশ পাচারকৃত মাদকের পুরো চালান আটক করতে না পারলে ও মাদক সম্রাট ছাত্রলীগ নেতা তরুন লাল দে (প্রকাশ-‘তরুণ লাল (ইয়াবা) বটিক) কো আটক করতে সক্ষম হয়।
এ সময় তার সাথে থাকা ১০৫ পিস ইয়াবা ও জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওযার পর তাকে ছাড়িয়ে নিতে তার অনুসারি অপর ছাত্রলীগ নেতারা জোর তদবীর ও বিভিন্ন পন্থায় ব্যাতিব্যস্ত হয়ে পড়ে বলে একাধিক সূত্র জানায়।