ফুলগাজীতে নির্মাণাধীন আশ্রায়ন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের বাসুড়া গ্রামে নির্মাণাধীন সরকারী আশ্রায়ন প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহাদাত হোসেন ফরহাদ (১৩) নামে এক শিশু শ্রমিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৬ জুন) বিকেলে আশ্রয়ন প্রকল্পে বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ফরহাদ ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর উত্তরপাড়ার মোঃ এছাক মিয়ার ছেলে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।