শ্রীনগরে হত্যা না আত্মহত্যা রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৩ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘডা ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের শেখ আবদুল হাকিমের ছেলে শেখ আনিস ৭৫ বছর।
আজ সোমবার (৬ জুন) ভোর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি একা একটি ছোট্ট ঘরের থাকতেন ফাঁসি রত অবস্থায় ঘরের দরজা খোলা পাওয়া যায়। গলায় ফাঁসির রশি থাকলেও তার পা দুটি ঘরের পাটাতনে দাড়ানো অবস্থায় থাকায় হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যজনক বলে এলাকায় গুঞ্জন চলছে।
স্থানীয়রা জানান, তার দুটি ছেলে ও তিনটি মেয়ে থাকলেও তারা তার প্রতি অবহেলা করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক অসুস্থ আর্থিকভাবে অভাবগ্রস্থ ছিলেন ওষুধও খাদ্যদ্রব্য কিনার মত তার হাতে টাকা ছিল না।
এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এব্যাপারে এসআই মেরাজ এ প্রতিনিধিকে জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তদন্ত সাপেক্ষেপ্রকৃত কারণ নির্ণয় করা যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আলনাসের তানজিল। ইউপি সদস্য আক্কাস মেম্বার ও সাবেক ইউপি সদস্য ইসমাঈল।