‘আমার ভাই কবরে খুনী কেন বাহিরে’ শ্লোগানে বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১১ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৩৫ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
‘আমার ভাই কবরে খুনী কেন বাহিরে’ শ্লোগানে শ্লোগানে বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেছে। পলিটেকনিক শিক্ষার্থী আল জামিউ বনি হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ সোমবার বেলা ১২ টায় শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল সমাবেশ ও মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বগুড়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রধান ফটকে শেরপুর রোডে অনুষ্টিত মানববন্ধনে শিক্ষার্থী প্রতিনিধি পরিষদের সমন্বয়কারীবৃন্দ ও নিহত বনির পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অনতিবিলম্বে বনি হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানসহ সাধারণ শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবী জানান।
উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৬টার দিকে শহরের কলোনীতে দূর্বত্তদের ছুরিকাঘাতে বগুড়া সরকারি পলিটেকনিকের কম্পিউটার টেকনোলজির ৫ম পর্বের শিক্ষার্থী বনি নিহত হন। নিহত বনি শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠ এলাকার আনিছুর রহমানের ছেলে। শুক্রবার রাতে বনির বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্যসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে, এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।