দোহারে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৬:৪১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকার দোহার উপজেলায় ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ সীতা শর্মা (৪০) ও আনোয়ার হোসেন আনু (৩৮), মো, হাসান ওরফে চায়না হাসান (২৩) ও মো. ফিরোজ রহমান (৪৫) নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
গতকাল রবিবার (৫ জুন) রাতে দোহার থানার ওসি মোস্তফা কামালের নির্দেশে এসআই নান্টু কৃষ্ণ মজুমদার সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দোহার বাজার এলাকা হতে সীতা শর্মা (৪০) ও আনোয়ার হোসেন আনু (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী মো, হাসান ওরফে চায়না হাসান (২৩) ও মো. ফিরোজ রহমান (৪৫) কে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা।
গ্রেফতারকৃত সীতা শর্মা কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের স্বর্গীয় জয়ন্ত কুমার শীলের কন্যা। মো. আনোয়ার হোসেন আনু ঢাকা জেলার দোহার থানাধীন বৌ বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে, চায়না হাসান দোহার থানার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে, ফিরোজ রহমান একই উপজেলার নিকড়া গ্রামের সোহরাব বেপারীর ছেলে।
দোহার থানার (ওসি তদন্ত) মো. আজহারুল ইসলাম আজ সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।