সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৭ পিএম, ৬ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সিলেট জেলার জৈন্তাপুরে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় শিশুসহ একই পরিবারের ৪ জনের প্রাণহানি হয়েছে।
আজ সোমবার (৬ জুন) ভোরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) ও মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
এ তথ্য নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ জানান, ভারী বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এই চার জনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নীচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোরে টিলা ধসে ঘরের উপর পড়ে যায়।