পাঁচবিবিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৫৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু (২৭ ) হাসানুল ইসলাম হাসু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৫ জুন) সকালে উপজেলার ভীমপুর গ্রামের একটি পুকুর থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়।
নিহত হাসানুল ইসলাম হাসু ( ২৬) পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলে।
পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান হাবিব বলেন হাসানুল ইসলাম হাসু গতকাল শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। রবিবার সকালে হাসুর মরদেহটি তার এলাকার পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান যে, লাশের পার্শে একটি মৃত্য কুকুর ও একটি মৃত্য ইদুর পাওয়া গেছে। ধারনা করা যেতে পারে বৈদ্যতিক সর্ট সার্কিটেও এমন ঘটনা ঘটতে পারে। তবে পুরো বিষয়ে এখন বলা যাচ্ছে না, কি কারণে এ ঘটনা ঘটেছে ময়না তদন্ত রির্পোট আসলে এ বিষয়ে বলা যাবে।