কাপাসিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১১:৪২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
আজ শনিবার (৪ জুন) সকালে ঢাকা-কাপাসিয়া সড়কের সেন্ট্রাল কলেজ গেট এলাকার সাল্লারবাড়ি মোড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পশ্চিম হয়বতনগর এলাকার ঝিনুক মিয়ার পুত্র জিন্নাত (৩০) ও সাতারপুর এলাকার আবদুল জলিলের পুত্র দেলোয়ার (২৬)। তাদের মধ্যে জিন্নাত পিকআপের চালক ও দেলোয়ার যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, পিকআপটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার এসআই আলমগীর জানান, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। বাস আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।