বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মহিলা ইউপি সদস্য গুরুত্বর জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০২:১৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাগেরহাট প্রতিপক্ষের হামলায় লুচিমা বেগম (৩৩) নামে এক মহিলা ইউপি সদস্যকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে। তিনি ডেমা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য। ভুক্তভোগী মহিলা ইউপি সদস্যকে গুরুত্বর জখম অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে লুচিমা বেগম জানান, ডেমা ইউনিয়নের অন্তর্গত কালিয়া মৌজার পার্শ্ববর্তী হাকিম মোল্লার সাথে লুচিমা বেগমকে পরিবারের সাথে আমাদের বসত বাড়ী নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী আসলাম শেখের কাজ থেকে গরু বিক্রির ৭০ হাজার ৫শত টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। আমাদের বসতবাড়ীর পশ্চিম পার্শ্বের কাচা মাটির রাস্তার উপর পৌছালে পূর্ব বিরোধের জের ধরে হাকিম মোল্লা (৫৫) তার ছেলে চান মোল্লা (৩০)সহ আরো ৩/৪ জন রামদা, লোহার রড ও লাঠি দিয়ে বেআইনী ভাবে আমার পথরোধ করে। আসামীরা আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে আমার মাথার তালুতে আঘাত রক্তাক্ত জখম করে। তারা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পরনের কাপড় ছিড়ে ফেলে। আমি মাটিতে লুটিয়ে পড়লে তারা আমার ভ্যানিটি ব্যাগে থাকা গরু বিক্রীর নগদ ৭০,৫০০/- টাকা বাহির করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর মডেল থানায় ভর্তি করে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।