ফেনীর দাগনভুইয়াতে প্রেমে বাধা দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীর দাগনভুইয়ার ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র উপম প্রেম ঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করেছে। জগতপুর গ্রামের নবী ভেন্ডার বাড়িতে শুক্রবার ভোর চারটার দিকে উপম গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে।
দাগনভুইয়া পৌরসভার জগতপুর গ্রামের ৪ নং ওয়াডের নূর নবী ভেন্ডার বাড়ির মোস্তাক আহমেদ স্বপ্নের বড় ছেলে। শাহানাজ করিম মঞ্জিলে উপম তার নীজ ফুফুর বাসায় আনুমানিক ভোর সাড়ে ৪টায় প্রেম সংঘটিত বিষয়ে প্রেমিকার সাথে কথা কাটাকাটির এক পযার্য়ের ভিডিও কল চলাকালীন অবস্থায় গলায় গামছা দিয়ে আত্নহত্যা করে।
খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে, ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে দাগনভুইয়া থানার ওসি হাসান ইমাম জানান। গত সাতদিনে প্রেম ঘটিত বিষয় নিয়ে দাগনভুইয়ার মোমারিজপুর হাইস্কুলে দশম শ্রেণির এক ছাত্র, আমুভুইয়ারহাট মাদরাসার একছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
দাগনভুইয়ার ইয়াকুব পুরে এক গৃহবধু প্রবাসীর স্ত্রী ও ফুলগাজিতে এক গৃহবধূ ও প্রবাসীর স্ত্রী বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেছে। ফেনীর তিন এমপি ও পুলিশ সুপার, জেলা প্রশাসককে নিয়ে এক মতবিনিময় সভা করেন সুশীল সমাজের লোকজন নিয়ে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে। কিন্তু এর হার বেড়েই চলেছে হঠাৎ করে। মানুষ জন শংকিত, আতংকিত সন্তান সন্ততি নিয়ে। তারা এর দ্রুত এর সমাধান চান।