নারায়ণগঞ্জে লেক থেকে ২ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৬ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৫৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নাম্বার ওয়ার্ডের জল্লারপাড় এলাকার একটি লেক থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হলো, নগরীর পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে ইমতিয়াজ (১৩) ও একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৪)। তারা পশ্চিম দেওভোগ মাদ্রাসার শিক্ষার্থী।
আজ শুক্রবার (৩ জুন) বিকেলে সিটি করপোরেশনের লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ইমতিয়াজ ও মিহাদ সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমেছিল। এরপর আর তাদের খোঁজ মেলেনি। পরে একজনের মরদেহ ভেসে উঠে এবং ফায়ার সার্ভিস তল্লাশি করে অপরজনের মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, নাসিকের লেক থেকে আমাদের উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেছে। তারা হয়তো গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।