ফেনীতে বাজারে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২৭ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীর পাঁচগাছিয়ার তেমুহনী বাজারে আগুন লাগার দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফেনী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
আজ শুক্রবার (৩ জুন) সকাল ৭টার দিকে তেমুহনী বাজারে মদিনা ফোম ও জনতা মুড়ি নামে দুটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ৮টা ২০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দুটি কারখানার মালিকপক্ষের।
স্থানীয়রা জানান, মদিনা ফোম থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত এসে আগুন নেভায়।
ফেনী ফায়ার সার্ভিসের উপ পরিচালক মূৎসুদ্দি জানান, নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পাশে জনতা মুড়ি নামে একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল দ্রুত নেভানোর কাজে যোগ দেয়। পরে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনায় কেউ হতাহত হয়নি। মদিনা ফোম কারখানার পলিউল, টিডিআই, এসওপিএম ও সাদা রং জাতীয় কেমিক্যাল ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।