ফুলগাজীতে ফটোকপির টাকা চাওয়ায় দোকানিকে পেটালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:১৫ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
ফেনীর ফুলগাজীতে ফটোকপি করে দুই টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে আহত করেছে পুলিশ।
ফেনীতে জানা গেছে, ফুলগাজী থানার এএসআই হান্নানের কাছে ফুলগাজী বাজারের কম্পিউটার অপারেটর কাউসার দুই টাকা চাওয়ায় চড় থাপ্পড় মেরে থানায় নিয়ে আটকে রাখে। পরে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদারসহ অন্যরা গিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে আনে।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) রাত ৮টায় ফুলগাজী বাজারে ঘটনাটি ঘটে ।
ফুলগাজী বাজারে অবস্থিত আবাবিল কম্পিউটারের মালিক আনিস আরটিভি নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টায় এএসআই হান্নান ফটোকপি করার জন্য আবাবিল কম্পিউটারে আসে। তখন এএসআই হান্নানকে ফটোকপি করে দেওয়া হয়। এতে প্রতি কপি ২ টাকা চাওয়ায় এএসআই হান্নান কাউসারকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। পরে লাঠি দিয়ে পিটিয়ে পুলিশভ্যানে করে থানায় নিয়ে আটকে রাখে।
এ ব্যাপারে এএসআই হান্নান জানান, থানার কম্পিউটার অপারেটরের সঙ্গে ওই কিশোরের কথা কাটাকাটি হয় পরে তাকে থানা নিয়ে আসা হয়। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ফটোকপি ১ টাকা পঞ্চাশ পয়সার স্থলে ২ টাকা চাওয়ার কারণে ভুল বোঝাবুঝি হয়। বিষয়টি সমস্যা সমাধান করা হয়েছে।