পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণের মূল হোতা গ্রেফতার, অপহৃতা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণের মূলহোতা রবিউল ইসলাম (২০) কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২ জুন) রাতে বগুড়ার গাবতলী উপজেলা সোনারায় গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়। রবিউল গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের হাড়ভিটা গ্রামের মজনুর রহমানের পুত্র।
এসময় অপহৃতা ঐ স্কুল ছাত্রীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মে বিকেলে উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সিএনজি যোগে অপহরণ করে নিয়ে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে় ৬জনকে অভিযুক্ত করে গত ১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচবিবি থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী এসআই আনিস-২ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীর মুলহোতা রবিউল ইসলামকে গ্রেফতার করে। মামলার অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে।